A script of a Bengali Short film
“অপেক্ষা”
By
Cinema Binder
Direction & Story- Arpon Chowdhury & Pritom Nath
First A.D- Mahabuba Mahiya
DOP- Jubairul Alam Tanvir & Pritom Nath
Executive producer- Morshedul Kabir
(Script)
Castlist
Afsar Mahbub Khan As Evan
Juairiyar Tashnoor Ahona As Ahona
Shortcuts
Structure:
INT- Interior Shots
EXT- Exterior Shots
DD- Dialogue Delivery
Characters:
Evan- ইভ/E
Ahona- অন/A
Male friend – MF
Female Friend- FF
Teacher-TE
Shots:
Over The Shoulder Shot- OTSS
Right Hand Side Shot- RHSS
Left Hand Side Shot-LHSS
Wide Angle Shot- WAS
Wide Shot- WS
Side Shot-SS
Close Up Shot- CUS
Cut Scenes- CS
ACT-01
Scene-01,Shot-01,INT-Ahona’s Room- Night
অহনা গান লিখছে,দুটি লাইন লিখেছে সে
Voice over-গানের লাইন গুলা শুরু হয়….
Scene-01 Ends,Cut voice over continues to scene 02
It will start again in ACT-03
Camera: Fixed on the paper(1A)
Scene-02,Shot-01,EXT-Roadside-Evening
ইভান গিটার পিঠে, মোবাইল হাতে হেটে যাচ্ছে পথ ধরে আনমনা ভাব নিয়ে,চেহারায় তার বিরক্ত ভাব।ঝগড়া করছে সে ফোনের উপর।কোথাও মন নেই তার,হাটতে থাকে সে
Voice over- Scene-01 এর গানের লিরিক্স এখানে শেষ হয় আর অহনার প্রবেশ।
Camera:Guitar থেকে পিছনে pan হয়ে ইভানের মুখে fixed হয় ও ওকে Follow করতে থাকে। (Shot-1A)তার ডান দিক হতে একটা Shot(Shot-1B),সামনে থেকে একটা Shot(Shot-1C)
Scene-02,Shot-02,INT-Roadside-Evening
ইভান এর বিপরীতে হাটতে থাকা ২ তরুণি।একজন অহনা।
হাটতে হাটতে এক পর্যায়ে ধাক্কা খায় ইভানের সাথে। ইভান তাকে বিরক্ত ভাবে চিল্লিয়ে বলে,
Evan
কি মিস? দেখে চলতে পারেন না?চোখ হাতে নিয়ে ঘুরেন?......... BLAH BLAH (Voice stops only emotions)
অহনা বুঝেও না বুঝার ভাব নিয়ে একচোখে তাকিয়ে থাকে তার দিকে তার (Evan) কথাগুলোকে শ্রুতিমধুর ভেবে শুনতে থাকে সে চেয়ে থাকে তার দিকে নিষ্ঠুর ভালোবাসা দিয়ে।কিন্তু পাশ থেকে তার বান্ধুবী ইভানের উপর চিল্লিয়ে বলে।
P.T.O
FF1
মিস্টার!! আপনার দেখে চলা উচিত,হাতে মোবাইল পিঠে গিটার নিয়ে কি সাহেব হয়ে গেছেন নাকি?
কথা শেষ করতে না করতে তাকে হাত দেখিয়ে মুখে হাসি নিয়ে থামিয়ে দেয় অহনা।
ইভান উল্টো চিল্লিয়ে চিল্লিয়ে হাটতে থাকে।মিশে যায় সুদূরে। অহনার বান্ধুবি বুঝাতে থাকে তারাও হেটে হেটে চলে যায় বহুদূরে।
Camera:মেয়েদের পিছন থেকে OTSS এ ইভানকে দেখা যায়(Shot-2A)ক্যামেরা তাদের Follow করতে থাকে ইভানের OTSS থেকে ধাক্কা খাওয়া (2B), অহনার RHS Wide shot এ ধাক্কা খাওয়া কনটিনিউ (2C),ইভ এর DD এর সময় OTSS TO OTSS. ডায়লগ শুরুটা অহনার OTSS(2D),এরপর ডায়লগ এর 2nd half এ ইভ এর OTS(2E), A SS If necessary (2E),ডায়লগ এ ইভ এর OTSS এ fixed (2F) এরপর হাঁটার শুরটা FF1 এর OTSS এ আর সাথে আর ইভ এর OTSS এ bounce হতে থাকবে।ইভ এর চলে যাওয়াটা WAS এ।
SCENE-02 ENDS, FADE OUT
Scene-03,Shot-01,INT- Ahona's Room-Night
সে পড়ার ট্রাই করে কিন্তু পারে না। এসময় তার সংগীত আর গান এর ইচ্ছা এখানে বাধা হয়ে দাঁড়ায়।চোখ দিয়ে গড়িয়ে তার পানি পড়ে হারিয়া যায় সে অতীতে।স্মৃতিগুলো তার মাথায় সজীব হয়ে উঠে।
Flashback 01- তার লিখা গানের কাগজ তার হাত থেকে পড়ে যায়।তার মা সেটা দূর থেকে দেখে ও তাকে অসম্ভব অপমান ও বকাজকা করতে থাকে।
Mother
মা এইসব গান টান ছেড়ে পড়ালেখায় মনোযোগী হ।বাবাছাড়া মেয়ে তুই।জানোস এ তো কতটা কস্ট করতে হচ্ছে আমাকে তোকে মানুষ করার জন্যে।তোর বাবা থাকলেও এই জিনিসটাই বলতো। এ
সে(A) তার বিষয়টা বুঝে এবং সে রাতে
Flashback 02- তার লিখা সব গান এ আগুন জ্বালিয়ে দেয়।
Coming back to Reality….
সে কাঁদতে থাকে কিন্তু নিজেকে গুছিয়ে নেয় সেই ও পড়তে থাকে।
Camera: OTSS এ বই পড়া(1A) তারপর বইয়ের CUS (1B) এরপর
কান্নার পানি ক্যামারার লেন্সে ড্রপ।(1C)
Transition to Flashback
Flashback 1- CUS( 1D) গানের পাতায় আর এসময় অন এর হাত ফ্রেমে আসে
এরপর Camera Front a fixed হয় অন এর যেখান থেকে মার বকুনি দেখা যায়(1E),
এরপর অন এর চেহারার CUS.(1E)
Flashback 2- লাইটারে Focus,আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টা(1F). Camera Still.
এরপর গানের পাতা জ্বলার CUS(1G).
Transition to Reality
OTSS(1H) অন এর।
Scene-03 ends
Scene-04,Shot-01,EXT- Addazone- Evening
ইভান আর তার বন্ধুরা গানের আড্ডায় মাতোয়ারা,ইভান গিটারে গান তুলে এসময় অন আর তার বান্ধুবি দূর থেকে আসে ও তাদেরকে লক্ষ্য করে এসময় তার বান্ধুবী অন কে বুঝাতে থাকে তাদের কথোপকথন চলতে থাকে।প্রথমে অন তার বান্ধুবীকে বলে…
A
কি সুন্দর গান গাই ছেলেটা।(Excitement +Curiosity ভাব)
ওইদিন না সে আমাদের সাথে ধাক্কা খেল।
FF1
হ্যাঁ, উশৃঙ্খল একটা ছেলে সে,পড়ালেখার ধারে কাছে তো নাই।সারাদিন এক গিটার নিয়ে পড়ে থাকে। (পাশের বাসার আন্টি Reaction)
দুদিন হইসে তুই কোচিংয়ে ভর্তি হয়েছিস,আস্তে ধীরে চিনে যাবি সবাইকে।
অন কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে তার (ই) গান।
Camera: আড্ডা দেখানোর ক্ষেত্রে প্রথমে still shot e এর (1A), এরপর আড্ডা বুঝানোর জন্য একটা Round Shot.(1B) এরপর E এর OTSS এ অহনার প্রবেশ দেখানো।(1C) এরপর অনামিকা আর তার বান্ধুবির আসার একটা WAS (1D).এরপর A আর ওর বান্ধুবীদের OTSS এ E কে দেখানো।(1E) এরপর WAS এ conversation start. (1F).এরপর DD OTSS এর মাধ্যমে শেষ করা(1G)
Scene-04 Ends, ACT-01 ENDS.
ACT-2A
Scene-01,Shot-01,INT-Classroom-Evening
ক্লাসে পড়া পড়াচ্ছে শিক্ষক।কিন্তু ইভান তার দুনিয়ায় ব্যস্ত তার রোগ স্কিসোফ্রিনিয়া তাকে গ্রাস করে রেখেছে। উদ্ভুট চিন্তা তার মাথাজুড়ে।
Thought- সে তার গিটার “ নাম “ এর সাথে কথা বলছে
E
আমি কি কখনোই গায়ক হইতে পারব না?
আমি কি কখনোই স্টেজে সবার সামনে দাঁড়িয়ে গান গেতে পারব না?
দুঃখের কথা বলতে থাকে সে
Transition to another thought
Thought-02 – এটা একটা CS যেখানে ইভ নিজেকে দেখছে সবার সামনে দাঁড়িয়ে গান গাইতে।
এ পর্যায়ে শিক্ষক মহোদয় তার Daydreaming এ বাধা দেয় ও বলে।
Teacher
কিরে নেশাখোর দের মতো দিন দুপুরে কিসের স্বপ্ন পালোস তুই? চেহারা যেমন দাড়কাকের মতো মাথাও চলে গেছে নেশার জগতে।কিরে কিরে? শুনোস না কি বলি?বের হয় যাহ ক্লাস থেকে এখন।তোর মত ছাত্র পড়ানোর চেয়ে কুকুর পড়ানো ভালো।
ইভ এখনো তার স্বপ্নে মগ্ন।শিক্ষকের চিৎকারে সে ফিরে আসে।শিক্ষক বলতে থাকে
Teacher
শুনোস না? I say Get out. (প্রচন্ড চিৎকার দিয়ে)
এরপর ইভ কিছু না বলেই ওখান থেকে প্রস্থান নেয়।পাশে বসা ছিল অন আর ইভানের এই কার্যে সে অদ্ভুতভাবে হলেও তার প্রতি একটু আকৃষ্ট হয়।
Camera: স্যার এর OTSS এ ক্লাস রুম(1A), ইভানের উপর Still camera পিছনে ভইস অভার স্যার এর পড়ানোর(1B),এরপর ইভানের দিকে ক্যামেরা যায় (1C) আর স্বপ্নের Transition শুরু প্রথম গিটারের কথা বলাটা fully WAS(1D) এরপর সেখান থেকে Transition টা স্টেজের ক্লিপ সরাসরি।এরপর আবার E এর উপর Still Camera background এ তালির আওয়াজ,ই এর মুখে হাসি।(1E).এরপর ইভ এর OTSS এ স্যারের আসা দেখানো( 1F) ও SS এ তাদের DD দেখানো যেখানে অন ও বসা থাকবে। এরপর স্যারের OTSS থেকে স্যারের ঝারা দেখানো(1G) এরপর E এর LHSS এ তাদের DD চলতে থাকে(1H) ও এবার স্যারের RHSS এ ইভ এর প্রস্থান দেখানো।(1I)এরপর E এর OTSS এ সেতা কন্টিউ(1j) এরপর WAS এ সেইটা শেষ (1K).
Scene-01 Ends.
Cut
Scene-02,Shot-01,EXT-Park-Evening
অহনা একা বসে আছে, পাশে তার ঘুরছে কিছু দিন দিশেহারা ক্ষুর্ধাত পথশিশু ,অ তাদের জন্য বন কিনে দেয় ও মাথায় হাত বুলিয়ে কথা বলে।সামনে দিয়ে হেটে যায় ইভ।
তাকে দেখে কতক্ষন তাকায় মনে তার প্রতি একটু মায়া সৃষ্টি হয়।
Camera: Still Cam on A.(1A),OTSS OF A (1B) কুকুর দেখানো। এরপর CUP Of A's face এ emotion highlight করা(1C). এরপর A এর আরেকটা OTSS তবে এবার সেখানে Ev এর উপস্থিতি।(1D) এরপর cam E' OTSS এ Follow করতে থাকে(1E) অহনার পাশে দিয়ে যাওয়ার সময় SS(1F) এরপর E' Face CUS.(1G)
Scene-02 Ends.
P.T.O
Scene-03,Shot-01,INT-Ahona's Room-Night
অহ নিজের রুমে বসা এমন সময় কল আসে কালকের মিটআপের বিষয়টা নিয়ে।
Phone-
অহনা রাজি হয়।
Scene-03,Shot-02,INT-Evan's Room-Night
ইভ তার গিটারের সাথে সুখ দুঃখের আলাপ করছে
EV
আমার এই রোগ মনে হয় আর ঠিক হবে না। এভাবেই বেচে থাকা আমার নিয়তি।কেনই বা আমি সবার থেকে এমন আলাদা? এভাবে দুকে দুকে বাচার চেয়ে কি মৃত্যুটাই বেশি শ্রেয় বা “”নাম””” কি বলিস।
সে বাম দিকে তাকায় গিটারের দিকে এরপর মাথা উপরে তুলে বসে থাকে।
কথা শেষ না হতে কল আসে। আগামীকালের আড্ডার কথা জানাই তাকে।
ইভান কিছু না ভেবেই রাজি হয়।
Phone-
Camera: Still and SS দিয়ে
Scene-03 Ends.
Scene-04,Shot-01,EXT-Addazone-Evening
বন্ধুরা সবাই মিলে আড্ডা মারছে এক পর্যায়ে ইভ কে সবাই জোড় করে গিটার এ গান তোলার জন্য সে রাজি হয়
MF1
বেডা ইভান, গান ধর তোর যে সেই গলা।।
ইভান কথা না বাড়িয়ে গান ধরে এবং গানের পজ আসলে বান্ধুবী একটা অন এর নিশ্চুপতা দেখে অন এর দিকে তাকিয়ে বলে…
FF2
দোস্ত তুই তো খুব ভালো গান লিখিস।গানের প্রতি ভালোবাসা ও তোর প্রচুর। তুই ও আমাদের সাথে গান ধর,আয়।
অন প্রতিউত্তরে বলে
A
নাহ দস্ত থাক বাদ দে।ওসব আমি আর করি না ছাড়ি দিসি সব।
ইভান তার এই কথা লক্ষ্য করে কতক্ষন Curiousness এর সাথে তার দিকে তাকায় আর একটু ভেবেই আবার গানে মনোযোগ দেয়।
Camera: গোল আড্ডাকে WAS অ্যান্ড Round shot এ (1A,1B), DD এর সময় EV & MF1 এর মুখে focus(1C), এরপর E এর গানের পজ এ গিটার আর তার হাতের CUS.(1D) এরপর FF1 এর DD WAS এ যেখানে ইভ, অন ও সে নিজে এসে যায়।(1E) এরপর A এর DD তে cam still.(1F) এরপর ইভ এর উপর Still and হাতের CUS (1G,1H).এরপর audio mute ক্যামেরা প্যান হয়ে পিছনে চলে যাহ অথবা Round shot(1I)আর একটা অন এর Medium shot দুলতে থাকার(1J)
Scene-04,Shot-02,EXT-Addazone-Late evening
আড্ডা শেষ সবাই চলে যাচ্ছে, ইভ তার বন্ধুকে বলে…
EV
ওই মেয়েটার নাম কিরে?
MF 1
কোন মেয়েটা?
EV
ওই যে মেয়েটা আরকি যে বললো সে গান ছেড়ে দিসে?
MF1
অহনা!! নতুন স্টুডেন্ট।
EV
ওহ আচ্ছা।
হাটতে হাটতে অহনার কাছে যায় ও পেছন থেকে তাকে ডাকে ও বলে
EV
অহনা
অহনা ফিরে তাকায় ও বলে
A
হ্যাঁ বলো।
ইভান তার পাশে এসে দাঁড়ায় ও বলতে থাকে
EV
হেলো আমি ইভান
A
অহনা একটু হাসে ও বলে,হ্যাঁ ইভান বলো।
এরপর তারা হাটতে থাকে
EV
তুমি গান ছাড়লা কেন? গান তো অনেক পবিত্র জিনিস,গান দুঃখ কষ্টকে গুছিয়ে দিয়ে আমাদেরকে নতুন করে নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ দেয়।তুমি কেনই বা সে সুযোগটা নিতে অস্বীকার করো?
অন কিছু বলে না শুধু শুনে।
ইভ আবারো জোরপূর্বক বলে
EV
কিরে? কিছু বললে না যে?
অন জবাব দেয়।
A
আরে দূর কিছু না এমনেই? পুরনো কাহিনি সেসব
ইভ জানার আগ্রহ প্রকাশ করে। অন অজুহাত দিয়ে সেটি এড়িয়ে যায়।ক্লিপ মিউট শুধু হাতের নাড়াছাড়া
Camera: ইভ অনের সামনে থেকে Cam follow(2A), এরপর cam কাছে এসে medium shot এ fixed হয় DD চলতে থাকে(2B), এরপর ইভ এর OTSS(2C), এরপর অন এর OTSS(2D).এরপর আবার সামনে (2E)
এরপর ক্যামেরা পিছনে চলে যায় দুজনের ও তারা ক্যামেরা থেকে দূরে যেতে থাকে( 2F)
SCENE-04 Ends.
মাঝে কিছু FRIENDSHIP গভীর হওয়ার CS
Like “Nishongota”
Scene-05,Shot-1,EXT-Coaching-Evening
কোচিং থেকে দুজন একসাথে বের হয় কথা বলে বলে।)
এরপর ইভ অন কে নিয়ে হাটা শুরু করে।
Camera: WAS (1A),Follow front(1B)
Scene-05,Shot-2,EXT-Roadside-Evening
ইভ অন কে বল
E
সামনে একটা গানের প্রতিযোগিতার ইভেন্ট আছে তুমি নাম দাও সেখানে।
অন রাজি হয় না বাট E তাকে বলতে থাকে ও তার কারণ জানতে জোড় দেয়
E
অন পরে কারণটা বলে যার পরিপ্রেক্ষিতে ইভ তার প্রতি আরো দুর্বল হয়ে পড়ে।
Flashback to Ahona's song quitting origin fast forwarded..
Camera: Front medium shot still. Follow করে চাইলে OTSS ত to OTSS অ করা যায়।
CUT SCENES TO DEVELOP RELATIONSHIP
1. একসাথে হাটা
2. ফোনে হেসেহেসে কথা বলা
3. ইভান তার গিটারকে অহনা সম্পর্কে হেসেহেসেবলা
4. অহনার চাদর ঠিক করে দেওয়া
Scene-05,Shot-03,INT-Evan's room-Night
ইভান আবারো তার গিটারের সাথে কথা বলতে থাকে
E
বুঝছোস “নাম” আমার লাইফে তুই ছাড়াও একজন আছে।কে জানিস তুই (গিটারের দিকে তাকায়)
ওর নাম অহনা,খুব দেখতে পারে আমায়। আমার অগোছানো জীবনকে অনেকটা গুছাচ্ছে সে।কাল আবার আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি।
কতই মজা করবো (আবার তাকায়)
তুই আবার মাইন্ড টাইন্ড করিস না কেমন?
CUT to black
Scene-05,Shot-04,INT-Ahona's Room-Night
অহনা টেবিলে বসে ইভ এর কথাগুলা (গান) flashback আকারে দেখে,ইভানের গিটারের ভালোবাসা দেখে ।মুখে হাসি
Scene-05 ends.
Scene-06,Shot-01,EXT-Restaurant-Evening
অনেকদিন ধরে সম্পর্ক গভীর হওয়ার পর তারা একসাথে এসেছে রেস্টুরেন্টে খাওয়ার খেতে গিয়েছে সেখানে আড্ডা জমছে, ইভ গান ধরেছে গানের তালে তালে অন দুলছে।একটি পর্যায়ে অহ এর একটি চুল তার চোখের সামনে এসে পড়ছে সে উপরের দিকে ফু দিয়ে সেটা সরানোর চেষ্টা করছে।ইভ তার গান ভেঙে ডান হাত দিয়ে অহ এর সেই চুল সরিয়ে দেয়,অহ এর মুখে লজ্জার হালকা আমেজ,ইভ এর মুখেও হাসি এমন সময় সে এক আওয়াজ শুনতে পায়
Guitar
তোমার সুখে দুখে আমাকে পেয়েছ তুমি সাথে।এর বিনিময়ে আমাকে সেরকম সময় আর কি তুমি দিচ্ছো?
ইভ একটু চিন্তিত মুখাবরণ ধারণ করে আবার গানে মনোযোগ দিবে ভাবে কিন্তু এবার তার গান নাই আছে শুধু সুর।(তানা তানা তা না না না)
শেষ করতে না করতেই সে অন কে বলে দেরী হচ্ছে বের হওয়ার কথা।অন এর মুখেও এক অদ্ভুত ধরনের কৌতুহল।
Camera: Round shot or still shot(1A),one ss (1B) E's CUS(1C),A'S Closeup(1D)
E's still গান এর সময়।(1E). এরপর E এর OTSS(1F), এরপর চুল পড়ার সময় A এর উপর Fixed(1G), এর পর আবার E এর still shot আবার OTSS এ তার হাত বাড়ানো(1H,1I),এরপর A এর face এর CUS(1J) এর পর E এর Face closeup( 1k) কিছু সেকেন্ড পর ভইস অভার e চেহারার ভাব উলটে গেল একটা ss আবার a এর Face CUS((1L,1M)
এরপর অহ এর OTSS এ ও একটা Body shot(1N,1O) এরপর fixed cam এর emotion change দেখানো।(1P) এরপর DD এ একটা SS ও OTSS ( 1Q,R) এরপর লাস্টলি উঠে যাওয়ার একটা SS এবং পেছন থেকে ফলো( 1S,1T)
Scene-06,Shot-02,EXT-Road-late evening
ইভ আর অন একসাথে হাটতে থাকে।ইভ তাকে রিকশায় উঠিয়ে দেয়।পেছনে মিউজিক চলতে থাকে(তানা তানা তা না না না।
Camera: সামনে থেকে Cam fixed erpor OTSS TO OTSS & ONE WAS( 2A,2B,2C,2D,2E)
Scene-06 Ends,ACT-2A ENDS
Act-2B
Scene-01,Shot-01,EXT-Coaching-Evening
অহনা ইভান কে ডাক দেয় ইভান ওকে পাত্তা দেয় না সে হাটতে থাকে। অহনা কয়েকবার ডাকে ডাকে।ইভান আনমনা হয়ে হাটতে থাকে।অহনা একা দাঁড়িয়ে মুখে কৌতুহলী ভাব
Camera: One WAS, এরপর OTSS এ ইভানের চলে যাওয়া এরপর অহনার মুখের CUS( 1A,1B,1C).
CUT SCENE
অহনা কল দেয় সে ধরে না অহনার মুখে চিন্তার ছায়া
Scene-01,Shot-02,INT-Evan's room- Night
সে গিটারকে বলছে
E
আমি কি তোমায় কম সময় দিচ্ছি? প্রতিউত্তর কিছু আসে না।ইভান কনফিউজড লুক নিয়ে একা বসা।
Camera: WAS and OTSS(2A,2C)
Scene-01 ends.
P.T.O
Scene-02,Shot-01,EXT-Coaching-Evening
আবারো ইভান আর অহনা একসাথে হাটছে।অহনা হাসিমনে ইভানের সাথে কথা বলতে থাকে একসময় ইভান তার কথা থামিয়ে নিজেই বলে উঠে
E
অহনা! আমি কি তোমাকে কম সময় দিচ্ছি আর গিটারকে বেশি সময় দিচ্ছি?
অহনা কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না সে কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে। নিজের কথায় বলতে থাকে।
Camera: WAS,OTSS,A' Face CU Again WAS (1A,1B,1C,1D)
Scene-03,Shot-01,INT-Evan's room-Night
ইভানের মোবাইলে কল আসে অহনার
Unfinished……
Scene-03,Shot-02,INT-Ahona's Room-Night
ইভানকে সে কল দিচ্ছে।কল ধরে না ইভান অহনা ধরে নেয় সে ঘুম সে মোবাইল উল্টিয়ে সোজা উপরের দিকে তাকিয়ে হাসিমুখে
Voice over- ইভানকে আমি কতই না ভালোবাসি।।(তারপর একটু থেমে সে নিজেকে প্রশ্ন করে)।কিন্তু সে কি ভালোবাসে আমাকে? (মুখে একটু নরমাল ভাব)
হ্যাঁ বাসে। সে আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে।কাল বলেই দিব তাকে আমার মনের কথা।
অহনা এই বলে ঘুমায়।
Camera: shot -01 এ মোবাইলের Top view,এর পরে ক্যামেরা মোবাইলে ঢুকে যায় ব্ল্যাক স্ক্রিন।(1A,1B) এরপর Shot-02 এ ওপেন হয় সেখানের মোবাইলে ইভানের ডায়াল লিস্ট(2A,2B),অহনার টপ ভিউ এর ভইস ওভার।(2C)
Dream sequence starts
Scene-03,Shot-03,INT-Ahona's room-Morning
ইভের কলে ঘুম ভাঙে।ওইপারের আওয়াজে শোনা যায়
EV
আমি গিটারকে হয়তো বেশি সময় দিচ্ছি আর তোমাকে কম সময় দিচ্ছি। আমি কি করব বুঝছি না।কাকে কিভাবে সময় দিব।
A
আরে দূর পাগলা, গিটার তো তোমার প্যাশান আর আমি তো তোমার বন্ধু।যাক বাদ দাও, দেখা করো।মাইন্ড ফ্রেশ হবে।
EV
আচ্ছা ঠিক আছে।
Camera: One face at a time প্রথমে মোবাইল আর অহনার WAS(3A,3B,3C,3D…)
Scene-03 ends
Scene-04,Shot-01,EXT-Addazone-Evening(Place From-ACT2A)
অহনা ইভ এর জন্য অপেক্ষা করছে,কিছুক্ষণ পর ইভ আসে আর বলে,
EV
আমি সত্যিই বুঝছি না আমি কি করব?!!!
A
আরে এটার কোন ভাবনার বিষয় না।তোমার গিটার গিটারের জায়গায়।সেটি সবসময় তোয়াম্র সাথে ছিল আর আমি আমার জায়গায় আমি তোমার পাশে আছি,থাকব, ছিলাম।
কেননা বন্ধু বন্ধুর জায়গায়। আর আমি তোমার বন্ধু,তোমার শুভাকাণকি।আমি নাকি গিটার এটাতে সিন্ধান্ধহীনতায় ভোগার কিছু নাই।তোমার মন যেটা চায় সেটা করো,যেটা ভাবতে বলে সেটা ভাবো,যেটা বলে সেটা শুনো।
ইভানের মুখে এক তৃপ্তির মধুর হাসি।
তারা কথা বলতে থাকে আর আস্তে আস্তে মিউট হয়ে সিন শেষ হয়ে যায়
Camera: প্রথমে অহনার অপেক্ষা করার WAS.এরপর A's OTSS এ ইভানের আগমন আবার WAS (1A,1B,1C)
Scene-04 Ends.
Scene-05,Shot-01,INT-Evan's Room-NIGHT
ইভান বসে বসে ভাবছে পাশে তার গিটার
Ev
আসলেই গিটার আর গান ওদের জায়গায় আর বন্ধু বন্ধুর জায়গায়, কিন্তু অহনা কি সত্যিই আমার বন্ধু নাকি….. ও যদি আমার শুধুই বন্ধু হতো তাহলে আমার ব্যাপারে এতটা ভাবতো না হয়তো। হয়তো ও আমাকে ভালোবাসে হয়তো বাসেই না।যাই হোক আমি কাল ওকে বলেই দেব যে আমি ওকে ভালোবেসে ফেলেছি।।হয়তো এটা আমার বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই হবে না।তবু একটি চেষ্টা তো আমি করবোই
আচ্ছা ওকে এখন একটা কল দিয়ে বলি যে কালকে দেখা করতে।
ইভান অহনাকে কল দেয় ও তাদের কথা হয়…
EV
হেলু অহনা!
A
হ্যাঁ ইভান বলো,
EV
কাল কি তুমি আমার সাথে দেখা করতে পারবে?
আমার কিছু কথা বলার ছিল তোমাকে।
A
কথাটা কি কলে বলা যায় না।
EV
বলা গেলি কি তোমাকে শুধু শুধু কষ্ট দিতাম।
A
না কষ্ট দেওয়ার কি আছে বলো কোথায় দেখা করতে হবে?
এরপর মিউট সিন।
Scene-05 Ends.
Scene-06,Shot-01,INT-Restaurant-Evening(Act-2A)
কথা বলতে বলতে চুল সরায় (CS- হাসি, টাট্টা) এরপর অহনার চুল ওর চোখে পড়লে ইভান অহনার চুল সরায় ও বলে
EV
আমি তোমাকে……….
মোবাইলের রিংটোন দিয়ে Scene-06 ends,,ACT-2B ends
Dream sequence ends
Act-03
Scene-01,Shot-01,INT-Ahona's Room- Night
অহনার মোবাইলে ইভানের এক বন্ধুর কল আসে আর বলে ইভান মারা গেছে।
অহনা নিশ্চুপ হয়ে থাকে, তার হাত থেকে খসে পড়ে মোবাইলটা।
Scene-01 Ends
Camera: 1st গুলা Same As Act-2A,এরপর কল আসে অহনার রুমে সেখানে তার WAS and CUS.
Black screen
Scene-02,Shot-01,INT-Evan’s room-Night
ইভান গিটারের স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে বলে ও গিটারকে বারবার একটি প্রশ্ন করে।
EV
আমি কি তোকে পর্যাপ্ত সময় দিচ্ছি না?
গিটার কিছু বলে না।
Transition To Shot-02(Which is a Halucination Of Evan)
Scene-02,Shot-02,EXT-Kutta Bangla-Night
পূর্নিমা রাতে আগুনের সামনে গান গায় আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে।(Flashbacks will come)
Scene-02,Shot-03,INT-Evaan's Room-Night(ACT-2B-SCENE-03)
ইভান গিটারের উপর মাথা দিয়ে শুয়া।গিটারের স্ট্রিং ছিড়া। মোবাইলে অহনার কল আসা। তার নড়াচড়া নাই। বসেই আছে সে।
: মোবাইল থেকে zoom out হয়ে Was এ সেট হয়।
Scene-03,Shot-01,INT-Ahona’s Room-Night(Extended ACT-1-SCENE-01)
অহনা বাকি ২ টা লাইন লিখেছে তার কান্নার পানি পড়ে গানের শেষ শব্দে যেটা অপেক্ষা.
“The End”